| |
               

মূল পাতা রাজনীতি মানবরচিত মতাদর্শে কাঙ্খিত মুক্তি সম্ভব নয়: নেজামে ইসলাম পার্টি 


মানবরচিত মতাদর্শে কাঙ্খিত মুক্তি সম্ভব নয়: নেজামে ইসলাম পার্টি 


রহমত নিউজ     20 November, 2022     04:54 PM    


ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজী  বলেছেন, একটি সার্বজনীন আদর্শ কল্যাণরাষ্ট্র  প্রতিষ্ঠাই বিশ্বমানবতাকে মুক্তি ও শান্তির পথ দেখাতে পারে। তবে মানবরচিত মতাদর্শে কাঙ্খিত মুক্তি সম্ভব নয়। মুক্তি পেতে হলে ইসলামী শাসন ব্যাবস্থা কায়েম করতে হবে।

আজ (২০ নভেম্বর) রবিবার পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভারপ্রাপ্ত মহাসচিব মন্জুরুল কাদের চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন,  দলের সিনিয়র নায়েবে শায়খুল হাদীস আল্লামা আবদুল মাজেদ আতহারী,নায়েবে আমীর জনাব আব্দুর রহমান চৌধুরী, মাওলানা আবদুল খালেক নেজামী, মুফতী মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব প্রিন্সিপাল আবু তাহের খান, সহ সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী,আইন বিষয়ক সচিব এড,যুবায়ের ফরিদ,শিল্প বিষয়ক সচিব আলহাজ্ব শাকিরুল হক খান, এস এম নাজিমুদ্দিন, মাওলানা দিদারুল আলম,ফটিকছড়ি,  ক্বারী ফজলুল করিম জেহাদী,চট্টগ্রাম মাসুম বিল্লাহ আনওয়ারী ময়মনসিংহ আবদুর রহমান জেহাদের কক্সবাজার ছাত্র সমাজ সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী, হাফেজ আবুল মন্জুর, শওকত হোসেন এবং দিদার হোসেন-সহ প্রমূখ নেতৃবৃন্দ। 

নেতৃবৃন্দ দেশের বিরাজমান অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠার  জোর দাবি জানান। তৈল,গ্যাস, বিদ্যুৎ এর অবাধ সরবরাহ নিশ্চিত করে দব্রমূল নিয়ন্ত্রণের আহবান জানান এবং কারাবন্দী মজলুম সকল আলেমদের মুক্তির দাবী জানান। শিক্ষনীতিতে ইসলামী ভাবধারার প্রতিফলন  ও ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূল করারও জোর দাবি জানান নেতৃবৃন্দ।