| |
               

মূল পাতা সারাদেশ কুড়িগ্রামে নবীন হাফেজদের পাগড়ি ও সন্মাননা প্রদান


কুড়িগ্রামে নবীন হাফেজদের পাগড়ি ও সন্মাননা প্রদান


মফস্বল ডেস্ক     20 November, 2022     05:20 PM    


কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনের নবীন হাফেজদের পাগড়ী প্রদান ও সন্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) নাগেশ্বরী সদরের আল কাওসার মেরিট একাডেমির হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে মহাগ্রন্থ আল কোরআনের নবীন  হাফেজদের মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাগড়ী ও সন্মাননা স্মারক তুলে দেয়া হয়। পাগড়ী মাথায় প্রদান করেন মাহফিলের প্রধান আলোচক ঢাকা জেলা উত্তরের জাতীয় ওলামা মাশায়েখ আইস্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুফতী শাহ ওয়ালীউল্লাহ কাসেমী। সন্মাননা স্মারক তুলে দেন মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ সাদিকুল ইসলাম (সোহেল)।

মাহফিলে এইট, এম ইদ্রিস হোসাইনের উপস্থাপনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগেশ্বরী উপজেলার সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ মতিয়ার রহমান নান্টু, কুড়িগ্রাম কামিল মাদ্রাসার প্রধান মুফতী মাওলানা ড. মুহাম্মাদ শাহ্জালাল। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জজ কোর্টের এডভোকেট মুহাম্মাদ মোখেলছুর রহমান। 

এ সময় মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ সাদিকুল ইসলাম (সোহেল) বলেন, যারা হাফেজ হতে পারিনি তাদের উদ্দেশ্য একটিই কথা ঘুমিয়ে স্বপ্ন দেখা নয় জেগে স্বপ্ন দেখা জরুরি, তবেই তুমি সাফল্য অর্জন করতে পারবে, তাই এখন থেকে স্বপ্ন দেখা শুরু করো সামনে তোমরাও মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ হতে পারবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর কুড়িগ্রাম নাগেশ্বরী