| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার আতঙ্কিত না: কৃষিমন্ত্রী


বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার আতঙ্কিত না: কৃষিমন্ত্রী


রহমত ডেস্ক     17 November, 2022     04:01 PM    


বিএনপি নির্বাচনে ঠিকই আসবে বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার আতঙ্কিত না। তারা তো প্রথমে বলেছে, সরকারের পতন ঘটাবে। এখন যদি সেই কথা থেকে সরে আসে তাহলে ভালো। রাজনৈতিক দল সমাবেশ করতেই পারে। এসব করলেও তারা নির্বাচনে ঠিকই আসবে। ’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারের দায়িত্ব দেশের মানুষের জানমাল রক্ষা করা। সরকার এটা করতে গিয়ে যা করার তাই করবে। বিএনপি অরাজকতা তৈরির অতীত ইতিহাস আছে। সেই অভিজ্ঞতা থেকেই সরকার ১০ ডিসেম্বরকে ঘিরে দেশে একটি সুষ্ঠু পরিবেশ রাখতে চায়। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি বলছে সরকার পালাতে পারবে না, তাদের এসব হুমকি দিয়ে সরকার জনগণকে নিয়ে মোকাবেলা করবে। তাদের এ ধরণের বক্তব্যে আওয়ামী লীগ মোটেও ভীত নয়। তবে তাদেরকে অরাজকতা করতে দেওয়া হবে না। ’

বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেলির সঙ্গে বৈঠক সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ‘তাদের কাছে পরামর্শ চাওয়া হলে তারা, নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন। তবে তারা বলেছে, বাংলাদেশে খাদ্য সংকট হবে না, দুর্ভিক্ষ হবে না। এটা হওয়ার কোনো কারণ নাই। ’ ধান উৎপাদন নিয়ে তিনি বলেন, ‘এ বছর আশার থেকে বেশি আমন ধান উৎপাদন হবে। তাই চালের সংকট হবে না। ’