মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাজ্যে বাংলাদেশী ইমামের কাছে ব্রিটিশ যুবকের ইসলাম গ্রহণ
বেলায়েত হুসাইন 16 November, 2022 06:29 PM
যুক্তরাজ্যের সামারসেটের একটি মসজিদে এক বৃটিশ যুবক ইসলাম গ্রহণ করেছেন। স্থানীয় সময় গত সোমবার (১৪ নভেম্বর) জোহরের নামাজের পর ওই মসজিদের ইমাম বাংলাদেশী তরুণ আলেম আব্দুল কারীম আল মাদানীর কাছে কালিমা পড়ে ইসলামে প্রবেশ করেন তিনি।
সামারসেটের টাউনটন সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে যুবকটির ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
যুবকের নাম ফ্রানকি। বয়স ২৮ বছর। তিনি একটি চাকরি করেন। তার ইচ্ছা-খুব শিগগিরই ‘ফ্রানকি’ নাম বদলে ‘আব্দুল্লাহ’ নাম ধারণ করবেন এবং কোনো মুসলিম তরুণীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
ফ্রানকি কেন ইসলাম গ্রহণ করলেন, সেটি জানতে চেয়েছিলাম মসজিদের ইমাম আব্দুল কারীম আল মাদানীর কাছে। তিনি নয়া দিগন্তকে বলেন, তার মনে ইসলাম নিয়ে জানাশোনার আগ্রহ জাগে। অতঃপর বিভিন্ন উপায়ে জানার চেষ্টা করেন। একপর্যায়ে আমার কাছে এলে সম্পূরক প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করি। অবশেষে তিনি জেনে-বুঝে ইসলামের সত্যতা অনুভব করেন এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
কিভাবে ফ্রানকির ইসলামের দিকে যাত্রা- সে সম্পর্কে আব্দুল কারীম আল মাদানী বলেন, আসলে আল্লাহ তায়ালা তার ভাগ্যে হেদায়ত রেখেছেন বিধায় তিনি ইসলামে আসতে পেরেছেন। আমার কাছে সংবাদ আসে যে, একজন ভাই ইসলাম সম্পর্কে জানতে চান। অতঃপর আমি তাকে মসজিদে আসার আহ্বান করি। উনি আসলে ইসলামের মৌলিক বিষয়াদি ও কেন আমাদেরকে ইসলাম মানতে হবে, সে বিষয়ে আলোচনা করি। আলোচনায় তিনি সন্তুষ্ট হন এবং তারপর স্বেচ্ছায় আমার কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে দীক্ষিত হন।
আব্দুল কারীম আল মাদানী বাংলাদেশের একজন তরুণ ও প্রতিভাবান আলেম। গত এক মাস ধরে সামারসেটের টাউনটন সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।