| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত নতুন দায়িত্বে ডিএমপির ১২ এডিসি ও পাঁচ এসি


নতুন দায়িত্বে ডিএমপির ১২ এডিসি ও পাঁচ এসি


রহমত ডেস্ক     16 November, 2022     09:46 PM    


ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) ১৭ কর্মকর্তাকে একযোগে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন এডিসি এবং পাঁচজন এসি রয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া এডিসি পদ মর্যাদার কর্মকর্তাদের মধ্যে- সৈয়দ মামুন মোস্তফাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার, সানজিদা আফরিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে, মো. আবদুল মালেককে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, মো. আশিক হাসানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনে, মুজিব আহম্মদ পাটওয়ারীকে-পশ্চিম বিভাগে, মান্না দে' কে স্টাফ অফিসার টু কমিশনার, এম এম মঈনুল ইসলামকে ভিআইপি অ্যান্ড ডিভিআইপি প্রটেকশন ইউনিটে, মোহাম্মদ নাজমুর রায়হানকে ট্রাফিক-লালবাগ বিভাগে, আবুল হাসানকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, সুজয় সরকারকে অপারেশনস্ বিভাগে, এস. এম. জহিরুল ইসলামকে ডেভেলপমেন্ট বিভাগে, কে.এন. রায় নিয়তিকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাছাড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার পাঁচ কর্মকর্তার মধ্যে- মিজানুর রহমানকে ডেভেলপমেন্ট বিভাগে, মফিজুর রহমান পলাশকে দারুস সালাম জোনে, মো. রেফাতুল ইসলামকে অর্থ বিভাগে, মো. সাকিব হোসাইনকে ট্রাফিক-রমনা জোনে, কাজী মাহাবুব আলমকে পেট্রোল-লালবাগের দায়িত্ব দেওয়া হয়েছে।