রহমত ডেস্ক 12 November, 2022 12:33 PM
রিজার্ভের টাকা কোথায় খরচ হলো এ বিষয়ে বিএনপির সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি প্রশ্ন করে রিজার্ভের টাকা গেলো কোথায়। এটা নিয়ে দেশে একটা অপপ্রচার চালানোর চেষ্টা চালায়। আমি বলবো, করোনার মধ্যে আমরা রিজার্ভ ৪৮ বিলিয়নের কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হই। করোনার পর যোগাযোগ যখন খুলে গেলো তখন আমদানিটা বেড়ে গেলো। আমরা করোনা টেস্ট, ভ্যাকসিন দিয়েছি ফ্রিতে। এগুলো তো ডলার দিয়ে বিদেশ থেকে কিনতে হয়েছে। খাদ্যপণ্য পরিবহন ব্যয়, ভুট্টা, গম; যা আমরা আমদানি করি তা তো ডলার দিয়ে কিনতে হয়। ’
শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড অ্যাক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেটুকু খরচ করছি, তা জনগণের জন্য করেছি। সার, জ্বালানি তেল, বিদ্যুৎ এগুলো কিন্তু কিনতে হচ্ছে। আওয়ামী লীগ কখনো দেশের একটা পয়সাও অপচয় করে না। ’
শেখ হাসিনা বলেন, ‘গত ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে। আমরা মানুষকে ঘর করে দিচ্ছি। একটি মানুষও গৃহহীন থাকবে না। বিএনপির আমলে মঙ্গা ছিল, এখন কিন্তু নেই। আমরা শ্রমিকদের বেতন দিচ্ছি। কৃষিতে ভর্ভুকি দিচ্ছি। সারের দাবি করায় খালেদা জিয়া ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করে। আমরা কৃষকদের সার দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি। দেশের মানুষের কল্যাণটাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। ’
সরকারপ্রধান বলেন, ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। করোনা, জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাকশন এগুলোর কারণে জিনিসের দাম বেড়ে গেছে। এ জন্য আমাদের চাহিদা পূরণে নিজেদের উৎপাদন করতে হবে। বিশ্বে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশে যেন তার ধাক্কা না লাগে। ’ এ সময় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।