রহমত নিউজ ডেস্ক 11 November, 2022 07:54 PM
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার দেশের মানুষের জীবন- জীবিকাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন পার করা কঠিন। সরকার দেশের গরিবসহ শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জীবনযাত্রার অসহনীয় ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। চরম কষ্টে তাদের জীবন কাটছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও অসম্ভব হয়ে পড়েছে। স্বল্প আয়ের কোটি মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে।
আজ (১১ নভেম্বর) শুক্রবার আশুলিয়া প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনে তিনি এসব কথা বলেন। পার্টির শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, শ্রমিকনেতা মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, শিল্পাঞ্চল সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, নাঈম খান, সজল হালদার, মো. আউয়াল, মো. শাহজাহান আলমগীর হোসেন। সংহতি বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবীর, নাসিরুদ্দিন,ফরহাদ হোসেন প্রমুখ।