| |
               

মূল পাতা সারাদেশ জেলা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে : জাহিদ ফারুক


দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে : জাহিদ ফারুক


রহমত নিউজ     10 November, 2022     09:04 PM    


পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম বলেছেন, বর্হিবিশ্বে যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন ঠিকাদাররা কাজ করতে চাচ্ছে না। এখন বেশি দামে কাজ দিলে মিডিয়া ও দুদক বলবে পানি উন্নয়ন বোর্ড দুর্নীতি করেছে। আসলেতো দুর্নীতি হয়নি, রাতারাতি কোন কিছু সম্ভব না, বাধের কাজের জন্য অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। মেঘনা ভাঙনে নিঃস্ব মানুষের মুখে হাসি ফুটাতে দ্রুত তীর রক্ষা বাধ প্রকল্পের কাজ শেষ করতে হবে। এজন্য নদী পাড়ের মানুষের কাছে প্রয়োজনে বার বার যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ (১০ নভেম্বর) বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে স্থানীয় ফলকন বাজারে এক সংক্ষিপ্ত তিনি এসব কথা বলেন।সমাবেশে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, মহা পরিচালক ফজলুর রশিদ, লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ প্রমুখ। পরে কমলনগরের লুধুয়া থেকে স্পীড বোর্ডের মাধ্যমে রামগতি পর্যন্ত নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম লক্ষ্মীপুর রামগতি