মূল পাতা শিক্ষাঙ্গন ১৩ নভেম্বর গহরপুর জামিয়ার ‘ফুজালা রিইউনিয়ন’
রহমত নিউজ 07 November, 2022 05:22 PM
ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘ফুজালা রিইউনিয়ন’ আয়োজন করা হয়েছে। এই পুনর্মিলনীতে ১৯৫৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যারা পড়াশোনা করেছেন তারা অংশ নেবেন। শিক্ষার্থীদের এই পুনর্মিলনীতে দেশের শীর্ষ আলেম, ইসলামি চিন্তাবিদ ও স্কলাররা অংশ নেবেন।
আগামী (১৩ নভেম্বর) রবিবার জামিয়া ময়দানে এই রিইউনিয়ন অনুষ্ঠিত হবে। বাদ আসর থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য মাদরাসা কর্তৃপক্ষের জন্য থাকবে আকর্ষণীয় উপহার।
আয়োজকরা জানান, ফুজালা রিইউনিয়নের প্রস্তুতি পুরোদমে চলছে। আগাম নিবন্ধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী এই পুনর্মিলনীতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে, যারা দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
গহরপুর জামিয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী বলেন, আমাদের জামিয়ার বয়স ৬৫ বছর। এই সময়ে যারা এখানে পড়াশোনা করেছেন তারা এখন দেশে-বিদেশে নানা জায়গায় প্রতিষ্ঠিত। সবাইকে এক মঞ্চে জড়ো করতেই ফুজালা রিইউনিয়নের আয়োজন। এর দ্বারা পারস্পরিক পরিচিতি যেমন ঘটবে তেমনি কর্মপরিকল্পনা প্রণয়নেও এটি সহায়তা করবে।
১৯৫৭ সালে তিনি নিজ গ্রাম বালাগঞ্জের গহরপুরে বিখ্যাত এই দীনি প্রতিষ্ঠানটি গড়ে শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশের আমৃত্যু সভাপতি। দেশের প্রভাবশালী বুজুর্গ এই আলেম সারাদেশের ইসলামি অঙ্গনে অভিভাবক হিসেবে গণ্য হতেন।
প্রতি বছর জামিয়া থেকে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা সম্পন্ন করে ‘মাওলানা’ ডিগ্রি লাভ করেন। প্রতি ১০ বছর পরপর সম্মেলনের মাধ্যমে এই জামিয়া থেকে পড়াশোনা সম্পন্ন করা আলেমদের সম্মাননা স্মারক পাগড়ি প্রদান করা হয়। এর আগে ২০০৭ সালে ১০ সালা সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে মাদরাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় ষষ্ঠ দস্তারবন্দি সম্মেলন ও কওমি গ্র্যাজুয়েশন।