| |
               

মূল পাতা রাজনীতি ‘রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়ার কোনো ষড়যন্ত্র তাওহিদী জনতা মেনে নিবে না’


‘রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেয়ার কোনো ষড়যন্ত্র তাওহিদী জনতা মেনে নিবে না’


রহমত নিউজ     07 November, 2022     06:12 PM    


‘সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা আছে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিলে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের অন্তরে চরম ভাবে আঘাত হানবে। ৯০ ভাগ মুসলমানদের বাংলাদেশর সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল আছে এবং থাকতেই হবে। ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার নামে সংবিধানের মূলনীতি থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহির রাহমানির রাহিমকে বাদ দেয়ার কোনো ষড়যন্ত্র তাওহিদী জনতা মেনে নিবে না। আজ (৭ নভেম্বর) সোমবার দলের প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়ে ছিল ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কিছুই করবে না। অথচ ক্ষমতায় আসার সাথে সাথে ইসলাম ও আলেম উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের কৌশল করে যাচ্ছে। রাষ্ট্রীয় হস্তক্ষেপে মামলা করে আদালতের মাধ্যমে নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশের সংবিধানের মূলনীতি পরিবর্তন করে রাষ্ট্র ধর্ম ইসলাম ও বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দেয়ার সমস্ত প্রকৃয়া চূড়ান্ত করে ফেলেছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতির অনেক কিছুই পরিবর্তন করে ফেলা হয়েছে এখন ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে ইসলাম শূন্য করার পায়তারা চলছে। প্রধানমন্ত্রী মদিনার সনদে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে ছিলেন।দেশ ও জনগণের স্বার্থে পঞ্চাশ বছর পিছিয়ে বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান মদিনার সনদে ফিরে যেতে অসুবিধে কোথায়? আগামীতে মুসলমানদের ভোটে ক্ষমতায় যাওয়ার ইচ্ছে থাকলে ইসলাম বিরোধী সকল কার্যক্রম ও পরিকল্পনা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।