| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ছাত্র অধিকারের আকতার-আকরামসহ ৮ জনের জামিন


ছাত্র অধিকারের আকতার-আকরামসহ ৮ জনের জামিন


রহমত নিউজ     07 November, 2022     04:39 PM    


রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতার দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ৮ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন- আকতার হোসেন, আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল কাদের, তরিকুল ইসলাম, আসিফ মাহমুদ, জাহিদ হোসেন, সানাউল্লাহ। মামলায় ২৪ আসামির মধ্যে অন্যদের জামিন শুনানি ১৪ ও ২২ নভেম্বর ধার্য রয়েছে।

সোমবার (৭ নভেম্বর) অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্য আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আসামিরা হলেন- আকতার হোসেন, আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব, সাজ্জাদ হোসেন পারভেজ।

বুয়েটে ছাত্রলীগ কর্মীদের মারধরে নিহত আবরার ফাহাদের মৃত্যুর ৩ বছর পূর্তি উপলক্ষে গত ৭ অক্টোবর বিকেলে স্মরণ সভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি পরিষদ। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ওই সভায় যোগ দেন এবং বক্তব্য রাখেন। টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত ওই সভায় হামলার ঘটনা ঘটে। সভায় যোগ দেওয়া ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ছাত্রলীগ মারধর করে বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীও আহত হন। ওই ঘটনায় মামলা করে ছাত্রলীগ।