রহমত নিউজ 01 November, 2022 11:57 AM
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বাংলাদেশের মালিকানা কখনই ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেয়া হবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামাতের আঁচলের নিচে লুকানো তালেবানদের সব আস্ফালন ব্যর্থ করে দেবে। চলমান বৈশ্বিক সংকট মোকাবেলা করে শিল্প ও কৃষি উৎপাদনসহ অর্থনীতি সচল রাখা ও সাধারণ মানুষের জীবন ও জীবিকার সংকট মোকাবেলায় সমাজতান্ত্রিক নীতিতে অর্থনীতিকে পরিচালিত করার জন্য সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান তিনি। সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি স্বাগত ভাষণ দেন এবং জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান। সমাবেশ দলীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, জাসদ স্থায়ী কমিটির সদস্য মোশার হোসেন, অধ্যাপক ড. মু. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, জাসদের সহ-সভাপতি নুরুল আখতার প্রমূখ।
বিভিন্ন কারণে নিষ্ক্রীয় ও অন্য দলে যোগদানকারী জাসদের নেতা-কর্মীদের নিজ দলে ফিরে আসা, নিজ দলের চাবি বুঝে নেয়ার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, জাসদ নেতাদের দল না, জাসদ কর্মীদের দল। বিগত ৫০ বছরের সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজতন্ত্রের পতাকা হাতেই বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু পাকিস্তানপন্থী রাজনীতির ধারক-বাহক ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনঃদখলের জন্য অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার অপরাজনীতি রুখে দিতে হবে।