| |
               

মূল পাতা সারাদেশ জেলা জামালপুরে তথ্য সংরক্ষণ ও বিনিময় শীর্ষক কর্মশালা


জামালপুরে তথ্য সংরক্ষণ ও বিনিময় শীর্ষক কর্মশালা


ওসমান হারুনী     25 October, 2022     06:33 PM    


জামালপুরে তথ্য সংরক্ষণ ও বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ অক্টোবর) মঙ্গলবার দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্রে নারীর এগিয়ে চলা প্রকল্প ও নারীপক্ষের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, নারীপক্ষের সহ ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, সদস্য অ্যাডভোকেট শাহনাজ আক্তার, রেহানা সামদানী কনা, প্রকল্প কর্মকর্তা ফাতিমাতুজ জোবায়েদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক শোয়েব হোসেন, তানভীর আহমেদ হীরা, শামীম আলম, জুয়েল রানা, ফুয়াদ খন্দকার প্রমুখ

বক্তারা বলেন, তথ্য সংগ্রহ করা ও পরিবেশনে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, যেন নারীরা সম্মানহানী বা সহিংসতার শিকার না হয়। এছাড়াও নারীর বৈষম্য দূরীকরণে নারীর সমতা, জেন্ডার, ন্যায্যতা ও সহিংসতামুক্ত জীবন গড়ার বিষয়ে আলোকপাত করেন।

কর্মশালায় সাংবাদিক, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, তরুণ নারী নেত্রী, উদ্যোক্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর