| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে: চরমোনাই পীর  


জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে: চরমোনাই পীর  


রহমত ডেস্ক     25 October, 2022     12:47 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামকে বিজয়ী করতে হবে। ইসলামী শাসনই পারে দেশের শান্তি মানবতার মুক্তি ফিরিয়ে দিতে।

সোমবার (২৪ আক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত স্থানীয় রেল স্টেশন ময়দানে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল আতিউর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম প্রমূখ। সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা সভাপতি মাওলানা ছদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা  ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

চরমোনাই পীর বলে, স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হওয়ার পরেও আজও বাংলার মানুষের মুক্তি ফিরে আসেনি শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা  ন্যায়ের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হয়নি। মানচিত্রের পরিবর্তন হলেও ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, মানব রচিত আদর্শের মাধ্যমে কেয়ামত পর্যন্ত শান্তি ও মুক্তি ফিরে আসবেনা। একমাত্র ইসলামী শাসনই পারে দেশের স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তি ফিরিয়ে দিতে।