রহমত নিউজ ডেস্ক 13 October, 2022 07:33 AM
নির্বাচনের আগে জাতীয় পরিচয়পত্র-এনআইডি নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার ঘটনা সরকারের নতুন এক দুরভিসন্ধি বলে মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতারা প্রশ্ন তোলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় সুরক্ষাসেবা বিভাগের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে কিসের স্বার্থে?
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মঞ্চের পক্ষে জোনায়েদ সাকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
গণতন্ত্রবিবৃতিতে বলা হয়, সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে— এখন কী করবে তাও প্রায়শই গুলিয়ে ফেলছে। জাতীয় পরিচয়পত্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ তার একটি উদাহরণ মাত্র। এ ধরনের পদক্ষেপের যুক্তিযুক্ত ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান তারা। গাইবান্ধায় নির্বাচনী জটিলতা প্রমাণ করে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তা আবারও প্রমাণ হলো।