রহমত ডেস্ক 22 September, 2022 08:00 PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারকে রক্ষার দায়িত্ব প্রশাসনের লোকদের নয়। যারা প্রশাসনের আছেন সরকারের অংশীদার অথবা এই লুটপাটের অংশীদার অথবা কিছু পাইছেন তাদের বলব, আপনাদের চাকরি যাবে না। এখন থেকে সরকারের কোনো কাজে আপনারা যাবেন না। আপনার যেটা স্বাভাবিক দায়িত্ব সেই স্বাভাবিক কাজটা করেন।
আজ (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুল ও সহিদ হাসান মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির মনিরুল হক চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ওলামা দলের শাহ মোহাম্মদ নেসারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ।
গয়েশ্বর বলেন, সরকার রক্ষা করার দায়িত্ব প্র্রশাসনের পোশাকধারী অথবা পোশাক ছাড়া যেই হোন না কেন এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন। আপনাদের চাকরি আপনারাই করেন, আমরা কেউ ওখানে চাকরি করতে যাবো না। কিন্তু যে সরকারকে জনগণ চায় না, সেই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা কাজ করবেন, সে যেই হোক তাকে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। সবাই আমরা একটা জায়গায় আসছি। আজকে সবাইকে মিলে দেশটা উদ্ধার করতে হবে, আবার সবাই মিলে রাষ্ট্রকে মেরামত করতে হবে। আসুন সর্বপ্রথম আমরা একটা জায়গায় আসি সরকারটাকে হটানো একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে। আর নয়, এনাফ ইজ এনাফ—এই সরকারকে বিদায় করতে হবে।