মূল পাতা মুসলিম বিশ্ব ইমরান খানের সেই হুমকি সন্ত্রাসী তৎপরতা নয় বলে জানাল পাকিস্তানের আদালত
মুসলিম বিশ্ব ডেস্ক 21 September, 2022 09:48 AM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সেদেশের আদালত। তারা বলেছে, ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগ তা সন্ত্রাসবাদের মধ্যে পড়ে না।
দুইজন পুলিশ অফিসার ও নারী বিচারককে উদ্দেশ্য করে ২০ আগস্ট একটি র্যালিতে ইমরান খান যে মন্তব্য করেছিলেন সেটাকে হুমকি হিসেবে তুলে ধরে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিজ দলের সদস্য শাহবাজ গিলকে জেলে পাঠানোয় ইমরান খান ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ও নারী বিচারক জেবা চৌধুরীর উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনাদের ছেড়ে দেবো না!’
এরপরই ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়। কিন্তু এ মামলা থেকে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন ইমরান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ তুলে নেয়ার নির্দেশ দেন হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ।
কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান যেসব মন্তব্য করেছেন সেগুলো সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় পড়ে না। তবে ইমরান খানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি থাকবে। এখন এটি সাধারণ মামলা হিসেবে পরিচালিত হবে।
-পার্সটুডে