ওসমান হারুনী 18 September, 2022 07:01 PM
জামালপুরের ববকশীগঞ্জে র সদাগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে চাচা সায়েদ আলী ও ভাতিজা সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জামালপুরের বক্শীগঞ্জ উপজেলা শহরের সদাগর বাড়ার বাসিন্দা কুবাত আলীর ছেলে সুলতান মিয়া কষাই(৪৫) দুপুরে নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে যায়। গোসলখানায় বিদ্যুত চালিত মোটরের তার লীকেজ থাকায় সুলতান কষাই বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। ঘটনা দেখে তার চাচা তালেব উদ্দিনের ছেলে সায়েদ আলী(৫৫) সুলতান কষাইকে উদ্ধার করতে গিলে নিজেও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশিরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ববকশীগঞ্জ হাসপাতালের কর্মরত ডাক্তার সুলতান মিয়া কষাই ও সায়েদ আলী কষাইকে মৃত্যু ঘোষণা করেন।
ববকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর সত্য। নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।