| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে ইইউর উদ্বেগ


বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নিয়ে ইইউর উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক     15 September, 2022     03:34 PM    


বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

আজ (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস নিয়ে বাংলাদেশে ইইউর দূতাবাস এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করে।

ইইউর টুইট বার্তায় বলা হয়, কূটনৈতিক অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত। ইইউ পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে হওয়া রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরবর্তী সংসদ নির্বাচনের সময় অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে ইইউ।

উল্লেখ্য, আজ ১৫ সেপ্টেম্বর, জাতিসংঘ গৃহীত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৮ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।