| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি দেশের টলে পড়া অর্থনীতির প্রধান বিষফোঁড়া খেলাপি ঋণ


দেশের টলে পড়া অর্থনীতির প্রধান বিষফোঁড়া খেলাপি ঋণ


রহমত নিউজ ডেস্ক     15 September, 2022     04:39 PM    


ঋণ খেলাপিদের বারবার সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণের পরিমাণ কমছেই না। বরং দিন দিন বেড়ে রেকর্ড সৃষ্টি করছে। দেশের টলে পড়া অর্থনীতির প্রধান বিষফোঁড়া এখন খেলাপি ঋণ; যা কমিয়ে আনতে খেলাপিদের নানা সুবিধা দিচ্ছে সরকার। তবে বিধিবাম, ঋণ পরিশোধের সুবিধা পেয়ে অসাধু ব্যবসায়ীরা যেন দ্বিগুণ উৎসাহে ঋণ খেলাপিতে মেতেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, কেবল চলতি বছরের প্রথম ছয় মাসেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। মোট খেলাপি ঋণ ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি; যা বিতরণ করা মোট ঋণের প্রায় ১০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, চিহ্নিত খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অন্যরা উৎসাহ পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নজরদারির অভাবে বাড়ছে খেলাপি ঋণ। আর্থিক খাতের দুর্বলতার প্রধান খলনায়ক ঋণ খেলাপি। তাই এ খাতে বড় ধরনের সংস্কার জরুরি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকা; যা চলতি বছরের জুন শেষে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ছয় মাসে ঋণ খেলাপি বেড়েছে প্রায় ২২ হাজার কোটি টাকা। দেশের বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণই ৯ শতাংই। খেলাপি ঋণের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো। দেশের ছয়টি সরকারি ব্যাংকের মোট খেলাপি ৫৫ হাজার ৪২৮ কোটি টাকা। খেলাপির হার ২২ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৬২ হাজার ৬৭৭ কোটি, বিদেশি ব্যাংকগুলোর ২ হাজার ৯৫৬ কোটি এবং বিশেষায়িত তিনটি ব্যাংকের খেলাপি ঋণ ৪১৯৪ কোটি টাকা।