| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ‘দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে’


রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ঘোষণা

‘দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে’


রহমত ডেস্ক     06 September, 2022     03:36 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ন্যায় পালের বিকল্প নাই। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতা নির্বাচিত করতে হবে। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আল্লাহ ভীরু মুত্তাকী মেয়র নির্বাচিত করতে হবে। স্থানীয় ও জাতীয় নির্বাচনে আল্লাহ ভীরু ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হাত পাখার প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে হাত পাখার প্রার্থীদের বিজয়ের বিকল্প নাই।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার উদ্যোগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে যৌথ সভায় বক্তব্য রাখেন আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, শুরার সদস্য বীর মুক্তিযোদ্ধা মৌলভী আব্দুস সালাম সরকার, রংপুর জেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, নগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, জেলা সেক্রেটারী মাহমুদুর রহমান রিপন।

অনুষ্ঠান শেষে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আলহাজ্ব এটিএম গোলাম মাওলা বাবুর নাম ঘোষণা করেন আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর