| |
               

মূল পাতা জাতীয় চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি : খাদ্যমন্ত্রী 


চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি : খাদ্যমন্ত্রী 


রহমত ডেস্ক     06 September, 2022     03:18 PM    


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে শুরু করে, ইতোমধ্যে মামলাও হয়েছে। অনেককে হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারেই যে মনিটরিং করি না, তা নয়। আমরা প্রচুর মনিটরিং করছি। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন হবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম চলমান থাকবে। বাজার স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আপনারা যদি মিলগেট, পাইকারি এবং খুচরা বাজার এই তিন জায়গায় যান তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খুচরা মার্কেটে গেলে দেখবেন যে, একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে চাল মজুত করা আছে। জিজ্ঞেস করলে বলে, মিলের সিন্ডিকেট। মধ্যস্থের কথা কেউ বলে না। আপনারা বাবু বাজারে কেউ যান না, পাইকারি বাজারে যান না। আপনাদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই তিনটি জায়গায় গিয়ে আপনারা শুধু ধরিয়ে দিন। পরে আমরা অ্যাকশন নিতে পারি কি না পারি সেটা দেখেন। ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।