মূল পাতা মুসলিম বিশ্ব বাঘ হয়ে হামলে পড়তে বাধ্য করবেন না: ইমরান খান
মুসলিম বিশ্ব ডেস্ক 05 September, 2022 09:55 AM
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজনৈতিক বিরোধীদেরকে সতর্ক করে বলেছেন, দেয়ালে পিঠ ঠেকাতে বাধ্য করবেন না। তাহলে বাঘ হয়ে হামলে পড়তে পারি।
গত শনিবার (০৩ সেপ্টেম্বর) এক বিশাল জনসভায় দেওয়া ভাষণে তিনি একথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
বাওয়ালপুরের ওই জনসভায় ইমরান খান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি কোনো কাজ করছেন না। ফলে ঋণের জালে দেশ ডুবে আছে।
এই সংকট মোকাবিলায় পিটিআই প্রধান স্বচ্ছ নির্বাচনের আহবান জানান। তিনি আরও বলেন, অর্থনৈতিক সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশের ইতিহাসে বর্তমান সরকারের অধীনে গত চার মাসে যে হারে মূল্যস্ফীতি দেখা দিয়েছে বিগত সব ঘটনাকে ছাড়িয়ে গেছে।
বিদ্যুতের কথা তুলে ধরে তিনি বলেন, কর আরোপ করার কারণে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৫০ রুপি করে বাড়ানো হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে জনতা বুঝতে পারছে না যে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করবে না সন্তানের স্কুলের বিল পরিশোধ করবে।