মূল পাতা আন্তর্জাতিক কলম্বিয়ায় বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক 03 September, 2022 10:20 AM
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরক হামলায় ৮ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) ওই পুলিশ কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে এ হামলা চালানো হয়। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
পুলিশের ওপর হামলার ঘটনাকে শান্তির বিরুদ্ধে সুস্পষ্ট নাশকতা বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বলেন, প্রায় ৬০ বছরের সংঘাতের অবসানের প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেয়ার পর নিরাপত্তা বাহিনীর ওপর এটিই সবচেয়ে মারাত্মক হামলা। নিহতদের পরিবারের প্রতিও সংহতি জানাচ্ছি। আর এই হামলা শান্তির বিরুদ্ধে সুস্পষ্ট নাশকতা। বিষয়টি তদন্তের জন্য আমি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। ’
প্রেসিডেন্ট পেট্রো শুক্রবার ওই হামলার ঘটনায় সন্দেহভাজন কোনো অপরাধীদের নাম উল্লেখ করেননি। তবে ফার্ক বিদ্রোহী আন্দোলনের তথাকথিত ভিন্নমতাবলম্বীরা এই হামলা চালাতে পারেন বলে ধারনা করা হচ্ছে।