রহমত ডেস্ক 02 September, 2022 08:51 AM
খোলাবাজারে কমেছে ডলারের দাম। রাজধানীর বিভিন্ন এলাকায় খোলাবাজারে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে ডলার। আর এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায়।
এর আগে, বুধবার খোলাবাজারে ১১১ টাকা ২০ পয়সা থেকে ১১২ টাকা পর্যন্ত ডলার বেচাকেনা হয়।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টনসহ বিভিন্ন এলাকার খোলাবাজারে এমন দামে ডলার বিক্রি হতে দেখা গেছে।
তবে আন্তঃব্যাংকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে ডলার। এদিন আন্তঃব্যাংকে বাংলাদেশ ব্যাংক ৭ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে। আর বিভিন্ন ব্যাংক গ্রাহকের কাছে কেনাবেচা করছে ৯৬ টাকা ২৫ পয়সা থেকে ৯৭ টাকার মধ্যে।
এদিকে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করে। অবৈধভাবে ডলার বিক্রি বন্ধে অভিযান জোরদার করা হয়। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতোমধ্যে অভিযান টীম ৪২টি প্রতিষ্ঠানকে শোকজ করেছে, একাধিক অফিস সিলগালা করেছে। এতে বাজারের অস্থিরতাভাব অনেকটা কাটলেও তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।