রহমত ডেস্ক 01 September, 2022 09:58 AM
দুই ঘণ্টার চেষ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৭টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ডিএনসিসি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
\ভবনের অষ্টম তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রোল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ।