| |
               

মূল পাতা জাতীয় ১৪৫ টাকা মজুরিতে রাজি নন চা শ্রমিকরা


১৪৫ টাকা মজুরিতে রাজি নন চা শ্রমিকরা


রহমত ডেস্ক     20 August, 2022     07:39 PM    


২৫ টাকা বাড়িয়ে দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করায় কাজ করতে রাজী নন চা-শ্রমিকরা। নতুন কর্মসূচি ঘোষণা না করা হলেও ফের আন্দোলনের ডাক আসতে পরে ধারণা করা হচ্ছে। শনিবার (২০ আগস্ট) সকাল থেকেই পূর্ব নির্ধারিত আন্দোলনের অংশ হিসেবে ফের রাস্তায় অবস্থান নেয় তারা।

এদিন সকালে ২৫ টাকা বাড়িয়ে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়।

এ সিদ্ধান্ত মেনে নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন চা-শ্রমিকরা। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল মজুরি বৃদ্ধির পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করেন মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত চা-শ্রমিকরা।

তবে বিকেলের পরেই এই মজুরিতে চা-শ্রমিকরা রাজী নন বলে ঘোষণা দেয় শ্রমিকদের সংগঠন। ফলে আবারও কাজ বন্ধ করে চা বাগানে আন্দোলনে ফেরেন তারা। আন্দোলনকারী এক চা শ্রমিক জানান, 'আমরা আজ ১২ দিন আন্দোলন করছি। আন্দোলনের মূল উদ্দেশ্য ৩০০ টাকা মজুরি। যেটা মালিকপক্ষ মেনে নিচ্ছে না। ' নিউজ২৪।