রহমত ডেস্ক 11 August, 2022 09:11 PM
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সরকার তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের অর্জিত মুনাফা সমন্বয় করলেই তেলের দাম বাড়ানো লাগত না। যে সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে কিন্তু মানুষের কষ্ট বোঝে না সেই সরকার জনগণের সরকার না।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ২০২১ সালে শুধু সুইস ব্যাংকেই জমা হয়েছে প্রায় ৪ লাখ কোটি টাকা। অন্যান্য দেশে তো আরও টাকা পাচার হয়েছে। অথচ, বাংলাদেশ সরকার পাচারকারীদের তথ্য চাচ্ছে না। কারণ, যারা টাকা পাচার করেছে তারা সরকারের লোক।
জাপার এই নেতা বলেন, দেশে উন্নয়নের নামে ঘুস ও দুর্নীতির জোয়ার বইছে। এ সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ।