রহমত ডেস্ক 08 August, 2022 10:22 AM
পবিত্র হজ পালন শেষে নতুন করে আরও এক হাজার ৪৯৪ হাজী দেশে ফিরেছেন। এ নিয়ে রোববার (৭ আগস্ট) পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৯০৯ হাজী।
সোমবার (৮ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৪ জুলাই থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ১৬৪টি ফ্লাইটে এসব হাজিরা দেশে ফিরেছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি।
এছাড়াও সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।
এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৬ জন ইন্তিকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় ৫ এবং জেদ্দায় ২ জন ইন্তিকাল করেন।