| |
               

মূল পাতা আন্তর্জাতিক শরীরে ‘ট্যাটু করিয়ে’ এইডসে আক্রান্ত ২ তরুণ-তরুণী


শরীরে ‘ট্যাটু করিয়ে’ এইডসে আক্রান্ত ২ তরুণ-তরুণী


আন্তর্জাতিক ডেস্ক     07 August, 2022     02:10 PM    


শরীরে পার্লার থেকে  ট্যাটু করিয়ে এইচআইভি এইডসে আক্রান্ত হয়েছেন দুজন। ভারতের উত্তর প্রদেশের ভারানাসিতে ঘটেছে এমন ঘটনা।

বারানসির শীর্ষ এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, জেলা হাসপাতালে আক্রান্ত দু’জনের চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই পার্লার থেকে ট্যাটু করিয়ে ১৪ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে বড়গাঁয়ের ২০ বছর বয়সী এক যুবক এবং নাগমার ২৫ বছর বয়সী এক নারীর শরীরে এইডস শনাক্ত হয়। বিস্তারিত পরীক্ষা করার পর দেখা গেছে যে এইচআইভি পজিটিভ রোগীদের কেউই যৌন বা সংক্রমিত রক্তের মাধ্যমে এই রোগে আক্রান্ত হননি। 

পরীক্ষা করে আরও জানা যায়, অসুস্থরা সবাই সম্প্রতি তাদের শরীরে ট্যাটু আঁকিয়েছেন। তাদের ট্যাটু করার সময় একই সুই ব্যবহার করা হয়েছে।  

বারানসির ড. প্রীতি আগারওয়াল জানান, ট্যাটু করানোর জন্য যে সুই ব্যবহার করা হয় সেগুলো ব্যয়বহুল। অর্থ বাঁচাতে পার্লারে একই সুই ব্যবহার করা হয়। ট্যাটু করার আগে সবসময় সুইটি একেবারে নতুন কিনা তা পরীক্ষা করারও পরামর্শ দেন এই চিকিৎসক।