| |
               

মূল পাতা জাতীয় জুলাইয়ে সড়কে প্রাণ গেলো ৭৩৯ জনের


জুলাইয়ে সড়কে প্রাণ গেলো ৭৩৯ জনের


রহমত ডেস্ক     06 August, 2022     04:42 PM    


গেলো জুলাই মাসে সারাদেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনায় ৭৩৯ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১০৫ জন নারী ও ১০৯ জন শিশু রয়েছে। শনিবার (৬ আগস্ট) রোড সেইফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পথচারী ১১৮ জন, চালক ও সহকারী ১৩৭ জন, নৌ-দুর্ঘটনায় ১৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক সবেচেয়ে বেশি ২২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরমেধ্য শুধু রাজধানীতেই ২৯ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ৪৬ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনা রোধে বেশকিছু সুপারিশ করা হয়। সেগুলো হলো-

১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে।

২. চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে।

৩. বিআরটিএ’র সক্ষমতা বাড়াতে হবে।

৪. পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা রাস্তা (সার্ভিস রোড) তৈরি করতে হবে।

৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে।

৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

৮. রেল ও নৌ-পথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে।

৯. টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ বাধাহীনভাবে বাস্তবায়ন করতে হবে।