| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘রাষ্ট্রীয় সংকট নিরসনে সরকারকে একগুঁয়েমি মনোভাব পরিহার করতে হবে’


‘রাষ্ট্রীয় সংকট নিরসনে সরকারকে একগুঁয়েমি মনোভাব পরিহার করতে হবে’


রহমত ডেস্ক     31 July, 2022     05:13 PM    


দেশে চলমান অর্থনৈতিক সংকট, লোডশেডিং ও রাজনৈতিক অস্থিরতা নিরসনে সরকারকে একগুঁয়েমি মনোভাব পরিহার করে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় স্বেচ্ছাচারিতা উৎখাত করে জনস্বার্থে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংকট উত্তরণ ছাড়া সামনে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অনুষ্ঠিত হলে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যহত হবে। অনতিবিলম্বে পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীসহ গ্রেফতারকৃত সকল মজলুম আলেমদের মুক্তির দাবী জানান। 

আজ (৩১ জুলাই) রবিবার  সকাল ৯ টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।

দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব প্রিন্সিপাল মঞ্জুরুল কাদের চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক নিজামী, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক, সংগঠন সচিব অধ্যক্ষ মাওলানা আবু তাহের খান, সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সহকারী সংগঠন সচিব মাওলানা রাশিদুল ইসলাম, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, দপ্তর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, প্রশিক্ষণ সচিব মুফতি শরিফুর রহমান, সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সহকারী আন্তর্জাতিক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, সহকারী আন্তর্জাতিক সচিব হাফেজ মোঃ আমানুল হক আমান, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, শ্রমিক সমাজের সভাপতি ওয়াহিদুজ্জামান ফরিদপুরী, সদস্য ড. মাওলানা ওমর ফারুক, মাওলানা আশরাফ আলী, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা দিদারুল আলম, মুফতি মাসুম বিল্লাহ আনোয়ারী, ছাত্রসমাজ সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, ছাত্রসমাজ মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমুখ।