রহমত ডেস্ক 20 July, 2022 11:50 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চলমান সঙ্কট থেকে দেশবাসি বাঁচাতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে হতে হবে। দেশ ভয়াবহ সঙ্কটের দিকে। সাধারণ জনগণের চেয়ে সরকারী অফিস আদালতে বিদ্যুত ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (২০ জুলাই) বিকালে পঞ্চবটি আকবর কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখা আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ফতুল্লা থানা সভাপতি এডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মদ আমান উল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ফতুল্লা থানা সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান বেপারী, মাওলানা মামুনুর রশীদ, মাসুদর রহমান, আব্দুর রশীদ, আজিম উদ্দীন প্রমুখ।
বিদ্যুৎখাতের সকল অনিয়ম, দুর্নীতি ও চুরি বন্ধের আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, এগুলো বন্ধ করতে পারলে দেশবাসীকে ভয়াবহ লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হবে না। সরকারের বিগত দিনের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থপাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত আশংকাজনকভাবে কমছে। ফলে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ ক্রয় ক্ষমতার বাহিরে। আজ অভাবের কারণে মানুষ হাহাকার করছে। মানুষ আজ দিশেহারা। দেশ আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে।