রহমত ডেস্ক 19 July, 2022 10:13 AM
হজ শেষে সৌদি থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজী। মঙ্গলবার (১৯ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, গত পাঁচদিনে মোট ৩৩টি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইনস পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করে চারটি ফ্লাইট। আগামী ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
এবার ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে হজ প্রতিনিধি দলসহ ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী।
এদিকে গতকাল সোমবার (১৮ জুলাই) পবিত্র মক্কায় মো. কামাল উদ্দিন মজুমদার নামের আরও এক হাজী ইন্তিকাল করেছেন । তিনি চট্টগ্রাম হালিশহরের বাসিন্দা। এ নিয়ে এ বছর মোট ২৩ জন্য হজযাত্রী ইন্তিকাল করলেন। ইন্তিকাল করা ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও সাতজন নারী।