ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি 17 July, 2022 06:39 PM
জামালপুরের ইসলামপুরে ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তিন দিন ব্যাপী বিনা মূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১৫জুলাই শহরের থানা মোড়স্থ আমেনা মোমিন শপিং মলের মা ডিজিটাল জেনারেল হাসপাতালে বিনা মূল্যে চক্ষু অপারেশন ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ।
প্রয়াত আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অফ ট্রাস্ট্রী সভাপতি এস.এম.শাহিনুজ্জামান শাহিনের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমান, ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ, ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অফ ট্রাস্ট্রী এস.এম হাসানুজ্জামান পাইলট, সাবেক উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষিবিদ শফিকুর রহমান শিবলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, তিন দিনে ৩‘শত ব্যাক্তিকে বিনামূল্যের চক্ষু অপারেশন ও ৪‘শত চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর