| |
               

মূল পাতা সারাদেশ জেলা গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী : খাদ্যমন্ত্রী


গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী : খাদ্যমন্ত্রী


রহমত ডেস্ক     15 July, 2022     08:06 PM    


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গণমাধ্যম এদেশের অনেক বড় অর্জনের সহযোগী। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে নানা সমস্যা তৈরি হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যা সম্পর্কে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে।

আজ (১৫ জুন) শুক্রবার নওগাঁ প্রেসক্লাবে এটিএন বাংলা টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে এটিএন বাংলার ২৫ বছরপূর্তি উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী নওগাঁ নওগাঁ সদর