রহমত ডেস্ক 15 July, 2022 08:35 PM
ঋণের দায়ে বাংলাদেশ দেউলিয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ঋণনির্ভর বাজেট হয়েছে। বাজেটে খেটে-খাওয়া মানুষের জন্য এবং বেকারত্ব কমাতে কোনো বরাদ্দ নেই। গেল বছরও লক্ষ্য অনুযায়ী ট্যাক্স আদায় হয়নি। এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী ট্যাক্স আদায় না হলে ঋণ করে কর্মকর্তাদের বেতনভাতা দিতে হবে। ব্যাংকগুলোতে টাকা থাকবে না। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ।
আজ (১৫ জুলাই) শুক্রবার বিকালে জুরাইন রেলগেটে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির শ্যামপুর-কদমতলী থানা আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।
জিএম কাদের বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে অনেক মিল। করোনাকালে শ্রীলঙ্কার পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দশ বছর গৃহযুদ্ধ করেও শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি। দেশটি শুধু ঋণের বোঝা টানতে গিয়ে দেউলিয়া হয়েছে। আবার শ্রীলংকা ও বাংলাদেশে একই রাজনৈতিক বাস্তবতা। আর একারণেই বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। দুটি দেশেই কোথাও জবাবদিহিতা নেই। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। দেশের ঋণের পরিমাণ ১৬ লাখ কোটি টাকা। আগামীতে সুদসহ এ ঋণ পরিশোধ করতে হবে। তখন দেশের অবস্থা ভয়াবহ হতে পারে।
তিনি আরো বলেন, মেগা প্রকল্পের মাধ্যমে দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হচ্ছে। আমরা আর কোনো মেগা প্রকল্প চাই না। আমরা চাই, মানুষ যেন খেয়ে-পরে বাঁচতে পারে। মানুষ যেন হাসপাতালে গিয়ে সহজে সুচিকিৎসা পায়। দেশে দ্রব্যমূল্য বেড়েই চললেও সেদিকে সরকারের নজর নেই, আমরা বলেছি ভর্তুকি দিয়ে হলেও নিত্যপণ্যের দাম সহনশীল মাত্রায় রাখতে হবে। মুক্তিযুদ্ধ হয়েছিল জনগণের প্রতিনিধি পেতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রতিনিধি পাইনি। পেয়েছি জনগণের রাজা।