রহমত ডেস্ক 14 July, 2022 10:44 AM
হবিগঞ্জ জেলার বাহুবলে নৌকাডুবে চারজন নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার রউয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের শাফায়ত আলীর স্ত্রী চান বানু (৬০), একই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী জরিনা খাতুন (৪৫), রওশন আলীর স্ত্রী উড় বানু (৬৫) ও তমির আলীর স্ত্রী আরাতুন নেছা (৪৮)।
বাহুবল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিন বলেন, ৮ জন নারী-পুরুষ কয়েকটি শিশুকে সঙ্গে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রাম থেকে বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় বেড়াতে গিয়েছিলেন।
রাত ৭টায় তারা নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। রওয়াইল এলাকায় পৌঁছার পর ঝড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় চারজন নারী পানিতে ডুবে মারা গিয়েছেন। পুরুষ ও শিশুরা সাতরে তীরে উঠতে পেরেছেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল রাফি জানান, নৌকাডুবিতে চার নারী মারা গেছেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, মরদেহগুলো হাওর থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।