| |
               

মূল পাতা রাজনীতি বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা রাখতে হবে : চরমোনাই পীর


বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা রাখতে হবে : চরমোনাই পীর


রহমত ডেস্ক     13 July, 2022     10:22 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এ স্লোগানটি পুরোপুরি সঠিক নয় বরং সু শিক্ষা তথা নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড।  নৈতিক শিক্ষার অভাবে উচ্চ শিক্ষিত হয়েও অনেকেই আজ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। একারণে দেশ দুর্নীতে বার বার চাম্পিয়ন হয়।  আজ (১৩ জুলাই) বুধবার গণমাধ্যমে প্রেরিত দলের প্রচার ও দাওয়াহ মাওলানা আহমদ আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, নৈতিক শিক্ষা তথা ইসলামি শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ এবং জাতি গড়া সম্ভব। এজন্য শিক্ষার সর্বস্তরে নৈতিক শিক্ষা তথা ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ইসলাম ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসএসসি পরীক্ষা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে। শুধু সিলেবাসে থাকলেই হবে না, বরং পাবলিক পরীক্ষায়ও ইসলামী শিক্ষা পরীক্ষা হতে হবে। ইসলামী শিক্ষা সিলেবাসে রাখলেও সরকার বোর্ড পরীক্ষায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাদ দিয়ে গুরুত্বহীন করে দিয়েছে।

তিনি বলেন, ইসলাম বিদ্বেষী চক্র বাংলাদেশের শিক্ষাব্যবস্থা থেকে ধর্ম শিক্ষা মাইনাস করার ষড়যন্ত্র করছে। সুকৌশলে সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি অবলম্বনে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত এদেশে ধর্মীয় শিক্ষা তথা ইসলামি শিক্ষা বাদ দেওয়ার নীতি থেকে ফিরে আসতে হবে। বোর্ড পরীক্ষা ইসলামী শিক্ষাসহ সকল ধর্মীয় শিক্ষা বিষয় বহাল করতে হবে। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কারিগরিসহ সকল শ্রেণি ও শাখায় ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে। শিক্ষা-সিলেবাস থেকে প্রত্যাখাত বিবর্তনবাদসহ ধর্মবিরোধী সকল পাঠ অপসারণ করতে হবে।