| |
               

মূল পাতা সারাদেশ ‘পদ্মা সেতু চালুতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে’


‘পদ্মা সেতু চালুতে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে’


রহমত ডেস্ক     10 July, 2022     04:43 PM    


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি বলেছেন, পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদের নামাজ আদায় করতে পারায় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যোগ হয়েছে বাড়তি আনন্দ। পদ্মা সেতু চালুতে দক্ষিনাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হয়েছে।

আজ (১০ জুলাই) রবিবার সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ফেরিঘাটে দীর্ঘ ভোগান্তির কারনেই বিগত ঈদে সময় মত বাড়ি ফিরতে না পারায় আনন্দ মাটি হয়ে যেতো। পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম ঈদে সবাই একসাথে ঈদের নামাজ পড়তে পারাটা বাড়তি আনন্দ। ঈদুল আযহা ত্যাগের মাস। সেই ত্যাগ স্বীকার করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মাদারীপুর মাদারীপুর সদর