| |
               

মূল পাতা রাজনীতি ‘অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমিক আন্দোলন কাজ করছে’


‘অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমিক আন্দোলন কাজ করছে’


রহমত ডেস্ক     07 July, 2022     10:30 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, শ্রমিকদের যেকোনো সমস্যা, বিপদ-আপদে ইসলামী শ্রমিক আন্দোলন পাশে থেকে সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করছে। মহামারি করোনায় বিপর্যস্ত সারাদেশের শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, কোরবানির গোশত বিতরণসহ বন্যায় কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে ইসলামী শ্রমিক আন্দোলন। ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠেও কাজ করছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সদা তৎপর।

আজ (৭ জুলাই) বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমোনাই পীরের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী শ্রমিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুফতি মোস্তফা কামাল, অধ্যাপক আব্দুল করীম, এইচএম রফিকুল ইসলাম, মাওলানা এইচএম সাইফুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, হাফেজ ওবায়দুল্লাহ বরকত প্রমুখ।।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠত না থাকায় শ্রমিক শ্রেণি, সাধারণ খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে দিনাতিপাত করে। অপরদিকে সাধারণ তুচ্ছ ঘটনায় শ্রমিকদের উপর খড়গহস্ত প্রসারিত হয়। অথচ ইসলাম শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধের তাগিদ দিয়েছে। তিনি ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।