| |
               

মূল পাতা আন্তর্জাতিক মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই: ইরান


মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই: ইরান


আন্তর্জাতিক ডেস্ক     04 July, 2022     04:19 PM    


ইরানের মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা এত বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে যে, তারা এখন অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা রাখে না।

ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে আমেরিকার মানবাধিকার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে গতকাল (রোববার) কাজেম গরিবাবাদি বলেন, আমেরিকা কোনোভাবেই মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলার মতো অবস্থায় নেই। বিশ্বের বিভিন্ন দেশের ওপর সন্ত্রাসবাদ, নিষধাজ্ঞা, আগ্রাসন ও দখলদারিত্ব চাপিয়ে দিয়ে আমেরিকা যেসমস্ত মানুষের জীবন কেড়ে নিয়েছে তার দায়িত্ব মার্কিন প্রশাসনকে নিতে হবে।

এ সময় তিনি ইয়েমেন প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশটিতে সৌদি আরব ও তার মিত্ররা যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে অথচ ইয়েমেনের দরিদ্র মানুষ মৌলিক চাহিদা মেটাতে পারছে না।

সম্মেলনে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে স্বাধীন মানুষের অধিকার পায়ে মাড়ানো। বিশ্বের এমন কোনো জাতি নেই যারা বলতে পারবে না তারা আমেরিকার তিক্ত মানবাধিকারের স্বাদ নেয় নি।

তিনি সুস্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা ও সন্ত্রাসবাদ হচ্ছে আমেরিকার মানবাধিকার দুই প্রধান স্তম্ভ।

-পার্সটুডে