মূল পাতা শিক্ষাঙ্গন ধর্মহীন শিক্ষানীতি স্কুলগুলোকে নাস্তিক তৈরির কারখানায় পরিণত করবে: মুসলিম লীগ
রহমত ডেস্ক 04 July, 2022 03:56 PM
বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা ও মহাসচিব আবুল খায়ের শিক্ষানীতি ২০২২ অনুযায়ী শিক্ষাক্রমের নতুন রূপরেখায় ধর্ম শিক্ষাকে বিবেচনায় না রাখায় তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
রোববার (০৩ জুলাই) এক বিবৃতিতে তাঁরা এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশু-কিশোরদের মানসিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ধর্মহীন শিক্ষা হবে একটি অসম্পূর্ণ শিক্ষাব্যবস্থা, যা নৈতিকতা, বিবেক, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধের মতো মানবিক গুণাবলি আমাদের সন্তানদের মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মনিরপেক্ষতার অনুসারী হিসেবে গড়ে তোলার সুদূরপ্রসারী আশা থেকেই ধর্মহীন শিক্ষাব্যবস্থা চালুর চেষ্টা হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। ধর্মহীন শিক্ষাব্যবস্থা চালু হলে প্রতিটি শিক্ষালয় এক একটি নাস্তিক তৈরির কারখানায় পরিণত হবে।
তাঁরা আরো বলেন, ধর্মহীন শিক্ষাব্যবস্থা চালু হলে ধর্ম অবিশ্বাসীদের বড় একটি শ্রেণী তৈরি হয়ে দেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শৃঙ্খলা স্থায়ীভাবে বিনষ্ট করবে।
মূল্যবোধ ও নৈতিক শিক্ষাকে পরোক্ষভাবে ধর্মীয় শিক্ষা বলে চালিয়ে জনগণকে বিভ্রান্ত না করে প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ধর্ম শিক্ষা বাদ দেয়ার কোনো চক্রের চক্রান্তে পা না দিতে সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন নেতৃদ্বয়। ।