| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন আদর্শিক প্রজন্ম তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই: নেজামে ইসলাম পার্টি 


আদর্শিক প্রজন্ম তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই: নেজামে ইসলাম পার্টি 


রহমত ডেস্ক     04 July, 2022     06:50 PM    


বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার  বলেছেন,  ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা ছাড়া আদর্শ প্রজন্ম ও সুশিক্ষা কল্পনা করা যায় না। সুখী, সমৃদ্ধ ও সুন্দর স্বদেশ নির্মাণে আদর্শিক প্রজন্মের সুশিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত বাস্তবায়িত হলে নীতি নৈতিকতাহীন একটা বিকলাঙ্গ দুর্নীতিবাজ প্রজন্ম গড়ে উঠবে। সামাজিক অস্থিরতায় দেশে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি হবে, যা হবে সমগ্র জাতির জন্য এক ভয়াবহ অভিশাপ।

 আজ (০৪ জুলাই) সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা এসব কথা বলেন। 

নেতৃদ্বয় আরও বলেন, সমাজের সর্বস্তরে এমনিতেই দুর্নীতির সয়লাব। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে অসৎ দুর্নীতিবাজদের লাগামহীন দৌরাত্ম। মানুষের জান মাল ইজ্জত আজ কোথাও নিরাপদ নয়। এ পরিস্থিতিতে জাতিকে বাঁচাতে একটা আদর্শিক প্রজন্ম তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। সম্প্রতি প্রণীত নতুন শিক্ষা সিলেবাস বিরানব্বই ভাগ মুসলিম অধ্যূষিত বাংলাদেশে কল্পনা করা যায় না।  নেতৃদ্বয় অনতিবিলম্বে সকল ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার জোর দাবি জানান।