| |
               

মূল পাতা আন্তর্জাতিক রাশিয়ার বিমানে কূটনীতিকদের তুলতে দেয় নি আমেরিকা, মস্কোর হুঁশিয়ারি


রাশিয়ার বিমানে কূটনীতিকদের তুলতে দেয় নি আমেরিকা, মস্কোর হুঁশিয়ারি


রহমত ডেস্ক     23 June, 2022     01:55 PM    


আমেরিকা থেকে রাশিয়ার কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদেরকে দেশে ফেরত আনার জন্য রুশ বিমান ব্যবহারের অনুমতি দেয়নি মার্কিন সরকার। এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার (২২ জুন) এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পক্ষ লাগাতারভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যে সম্পর্ক এরইমধ্যে একেবারে নিম্নতম পর্যায়ে চলে গেছে।

গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা রাশিয়ার ১২ জন কূটনীতিক বহিষ্কার করে যারা জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। এসব কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ এনেছে আমেরিকা। তবে রাশিয়া আমেরিকার পদক্ষেপের নিন্দা জানায় এবং অভিযোগ প্রত্যাখ্যান করে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের অজুহাতে রাশিয়ার সব ধরনের বিমানের জন্য আমেরিকার আকাশসীমা নিষিদ্ধ করে ওয়াশিংটন। একইভাবে আমেরিকার অন্য মিত্র দেশগুলোও রাশিয়ার বিমানের জন্য নিষেধাজ্ঞা জারি করে।

পশ্চিমাদের শত্রুতামূলক এসব পদক্ষেপের জবাব হিসেবে রাশিয়াও তাদের জন্য একই ব্যবস্থা নিয়েছে।

-পার্সটুডে