রহমত ডেস্ক 23 June, 2022 03:46 PM
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
জানা যায়, সেখানে ডায়াবেটিসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। খাবার গ্রহণের ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। ওনাকে কেবিনে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে খাবার তেমন খেতে পারছেন না, স্যুপ, ফল এসবই খাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, গত ১০ জুন খালেদা জিয়া মাইল্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে এনজিওগ্রাম পরীক্ষায় তিনটা ব্লক পাওয়া যায়। এনজিওগ্রামের সঙ্গে সঙ্গে স্টেন্টিং করা হয়েছে। সিসিইউতে কার্ডিওলজিস্টদের নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তাকে ১৫ জুন কেবিনে স্থানান্তর করা হয়।