| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত বন্যায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সিলেট যাচ্ছেন সেনাপ্রধান


বন্যায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে সিলেট যাচ্ছেন সেনাপ্রধান


রহমত ডেস্ক     19 June, 2022     12:46 PM    


বন্যায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে আজ রোববার সিলেট যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (১৯ জুন) রোববার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট হাইটেক পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। এর আগে সিলেটে বন্যা নিয়ন্ত্রণে গত শুক্রবার সেনাবাহিনী মোতায়েন করা হয়।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পরে সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল-ফ্রি নম্বর চালু করে সেনাবাহিনী। এসব নম্বরে বিনামূল্যে যোগাযোগ করা যেতে পারে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

যেসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়, সেগুলো হলো — ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮, ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭, ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪, ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭ ও ০১৫১৩৯১৮০৯৮।