| |
               

মূল পাতা আন্তর্জাতিক ‘ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় ইসরাইলকে থামাতে হবে’


‘ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় ইসরাইলকে থামাতে হবে’


রহমত ডেস্ক     14 June, 2022     11:19 AM    


জাতিসংঘের সাবেক অধিকারবিষয়ক প্রধান নবি পিল্লাই বলেছেন, ফিলিস্তিনের অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই দখলদার ইসরাইলকে থামানো উচিত। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনিদের ওপর চালানো দমনপীড়ন এবং নির্যাতন বন্ধ করতে পারেনি।আন্তর্জাতিক সব আইনকানুনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড করে যাচ্ছে।

সোমবার (১৩ জুন) অধিকৃত ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গঠিত জাতিসংঘের একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর আনাদোলুর।

ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিটির প্রথম প্রতিবেদন এটি। এতে আরও বলা হয়েছে, গত ১৫ বছর ধরে গাজার মানুষদের অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। এ ছাড়া পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরাইল।