রহমত ডেস্ক 13 June, 2022 04:00 PM
দেশে এখন ৭২ প্রজাতির ফল চাষ হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক । তিনি বলেন, ২০ বছর আগে আম ও কাঁঠাল ছিল আমাদের প্রধান ফল। এখন দেশে ৭২ প্রজাতির ফল চাষ হচ্ছে।
সোমবার (১৩ জুন) সচিবালয়ে জাতীয় ফল মেলা শুরু উপলক্ষে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ কথা বলেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরাত দিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, গত বছরে ১ কোটি ২২ লাখ টন ফল উৎপাদন হয়েছে। যা বাংলাদেশে ফল উৎপাদন বৃদ্ধির সর্বোচ্চ হারের রেকর্ড।
তিনি বলেন, বিগত ১২ বছরে ফলের উৎপাদনের প্রবৃদ্ধি ২২ শতাংশ। কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, পেঁপেতে ১৪ তম স্থানে আছে বাংলাদেশ।
বিদেশে ফল রফতানির অপার সম্ভাবনা আছে উল্লেখ করে ড. আবদুর রাজ্জাক বলেন, কিছু প্রতিবন্ধকতা দূর করে, ফলের রফতানি বাড়নো হয়েছে, আম-কাঠালের পাশাপাশি আনারস, ড্রাগন রফতানি করা হবে। সেই সঙ্গে কেসনাটের উৎপাদন বাড়িয়ে রফতানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও জানান মন্ত্রী।