রহমত ডেস্ক 08 June, 2022 12:30 PM
সাভারে ডি-লিংক পরিবহনের অন্তত ১৫টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নিয়ে অসদাচরণ ও হয়রানির অভিযোগে বাসগুলো আটক করা হয়।
বুধবার (৮ জুন) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা সড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় এসব বাস আটকে রাখা হয়।
এর আগে, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা ধামরাইগামী একটি বাসে সাভার সরকারি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ওই অসদাচরণের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, গতকাল দুপুরের দিকে মোজাম্মেল নামে ওই শিক্ষার্থী সাভার থানা রোড থেকে নিরিবিলি যাওয়ার জন্য ডি-লিংক পরিবহনের একটি বাসে ওঠেন। এ সময় হাফ ভাড়া দেওয়া নিয়ে চালকের সহকারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বাসটি তাকে নিরিবিলি না নামিয়ে জোরপূর্বক ধামরাই নিয়ে নামিয়ে দেয়। এর জেরে সকাল থেকে সাভার থানা রোড এলাকায় অবস্থান নিয়ে ডি-লিংক পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে অন্তত ১৫টিরও বেশি বাস সেখানে আটকে দেওয়া হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলো আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিক পক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমধান করার চেষ্টা চলছে।